নাকতলার জনবহুল এলাকায় ইলাহাবাদ ব্যাঙ্কে চুরির চেষ্টায় সিসিটিভি নষ্ট করল দুষ্কৃতীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2017 07:01 PM (IST)
কলকাতা: নাকতলায় ইলাহাবাদ ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টা। সিসিটিভি নষ্ট করে ভল্ট খোলার চেষ্টা দুষ্কৃতীদের। কিছু খোওয়া যায়নি, গ্রাহকদের আশ্বস্ত করে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার সকালে নাকতলায় ইলাহাবাদ ব্যাঙ্কের শাখা খোলার পরই চমকে ওঠেন কর্মীরা। তাঁদের দাবি, ভল্টের কাছে উইন্ডো এসির গ্রিল ভাঙা অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, উইন্ডো এসি লাগানোর ফাঁকা জায়গায় লোহার গ্রিল দিয়ে ঘেরা ছিল। সেই গ্রিল কেটে ব্যাঙ্কের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপর তারা নষ্ট করে দেয় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তারপর তারা ভল্ট ভাঙার চেষ্টা করে। সকালে ব্যাঙ্কের চুরির চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন আতঙ্কিত গ্রাহকরা। গ্রাহকদের আশ্বস্ত করে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতীরা ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারনি। ফলে কিছু চুরি যায়নি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদিও এই আশ্বাসে নিশ্চিন্ত হতে পারছেন না গ্রাহকরা। তাঁদের প্রশ্ন, জনবহুল এলাকায় এই ঘটনা ঘটল কী করে? পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।