বেড়াতে না নিয়ে যাওয়ায় ক্ষোভ, বাড়ি থেকে পালাল কিশোর, উদ্ধার জশিডি থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2016 03:30 PM (IST)
জশিডি: ঝাড়খণ্ডের জশিডি-তে উদ্ধার কলকাতা থেকে নিখোঁজ কিশোর। নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরের বাড়ি গিরিশ পার্ক থানার অমর বসু সরণিতে। ১৩ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের তরফে গিরিশ পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ সূত্রে খবর, ২ দিন আগে জশিডি স্টেশনে ওই কিশোরকে আটক করে আরপিএফ। খবর পেয়ে ঝাড়খণ্ডে গিয়ে তাকে উদ্ধার করে গিরিশ পার্ক থানার পুলিশ। কিশোর জানিয়েছে, দীর্ঘদিন ধরে বেড়াতে নিয়ে না যাওয়ায়, পরিবারের ওপর রাগে, দুঃখে দেওঘরে মামার বাড়িতে যাচ্ছিল সে।