মুরারিপুকুরে ভেজা পোশাকে পাখা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2017 12:58 PM (IST)
কলকাতা: মুরারিপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, সকালে বৃষ্টির মধ্যেই মুরারিপুকুরের একটি কারখানায় ভেজা পোশাকে পাখা চালাতে যান এক স্থানীয় যুবক। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। এদিকে প্রবল বৃষ্টির জেরে মুরারিপুকুরে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সকালে মানিকতলা থানা এলাকার বিপ্লবী বারিন ঘোষ রোডে দুটি বাড়ির মাঝখানের অংশ ভেঙে পড়ে। বাড়ির বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে আনেন স্থানীয়রাই। সেখানেও ঘটনাস্থলে যান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। কলকাতা পুরসভা ও মানিকতলা থানার পুলিশও ঘটনাস্থলে যায়।