কলকাতা: আবেশের মৃত্যুকে দুর্ঘটনাই মনে করছে পুলিশ। ‘এর মধ্যে কোনও ষড়যন্ত্র নেই। এই ঘটনা পূর্বপরিকল্পিতও নয়।’ দুর্ঘটনা বলেই মত জয়েন্ট সিপি ক্রাইমের। ‘সানি পার্কের বহুতলের সামনে একটি পার্ক আছে। পার্কে যাওয়ার জন্য পাঁচিল টপকাতে যায় আবেশ। পাঁচিল টপকাতে গিয়ে পড়ে যায় সে। সিসিটিভিতে ধরা পড়েছে পড়ে যাওয়ার ছবি।’ জানিয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ। ‘হাতে থাকা বোতল ভেঙে বিঁধে যায় শরীরে। তার থেকেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বলে অনুমান।’ পরিবারকে জানান জয়েন্ট সিপি ক্রাইম।
যদিও, পুলিশের এই তত্ত্বকে মানতে নারাজ নিহতের পরিবার।
বিস্তারিত একটু পরেই...
আবেশ মৃত্যু: 'দুর্ঘটনা বলেই মনে হচ্ছে', জানাল পুলিশ, মানতে নারাজ পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2016 03:26 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -