অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ওয়াটগঞ্জে আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্কের জের। শহরে আপাতত আধার কার্ড সংশোধনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, আধার কার্ড সংশোধনের ফর্মে এনপিআরের জন্য একটা অংশ বরাদ্দ রাখা হয়েছিল। কেন ফর্মে এনপিআরের অংশ রাখা হল, তা নিয়ে ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
গতকাল ওয়াটগঞ্জে আধার কার্ড সংশোধন ঘিরে উত্তেজনা ছড়ায়। ফর্মে এনপিআরের অংশ ছিল বলে অভিযোগ ওঠে। পুরসভা সূত্রে খবর, একটি ব্যাঙ্কের মাধ্যমে কাজ চলছিল। ওই কাজে সাহায্য করে পুরসভা। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে পুরসভা।
ওয়াটগঞ্জে বিতর্কের জের, শহরে আধার কার্ড সংশোধনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুরসভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 05:38 PM (IST)
কেন ফর্মে এনপিআরের অংশ রাখা হল, তা নিয়ে ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -