কলকাতা: প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার। বয়স হয়েছিল ৭৬ বছর। আজ ভোর ৪টেয় সল্টলেকের এইচবি ব্লকে নিজের বাড়িতে মৃত্যু হয় এই প্রাক্তন আইপিএস-এর।


তিনি নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক। পরিবার সূত্রে খবর, ২০১৬ সালে সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকেই অসুস্থ ছিলেন অবনীমোহন জোয়ারদার। ২০১৯ থেকে চলছিল ডায়ালিসিস। পরিবার সূত্রে খবর, আজ সকাল ১১টা পর্যন্ত তাঁর দেহ সল্টলেকের বাড়িতে শায়িত থাকবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগরের বাড়িতে। শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে। তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও বর্ষীয়ান তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



(মন্ত্রিসভায় শপথগ্রহণে সতীর্থদের সঙ্গে শপথবাক্য পাঠ করছেন অবনীমোহন জোয়ারদার)

তিনি লেখেন, “দলের সহকর্মী, প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ২ বারের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদারের মৃত্যুতে আমি ব্যথিত। অসুস্থ হওয়ার পর অবনীমোহন জোয়ারদার সাহসিকতার সঙ্গে লড়েছেন। প্রশাসন, সরকার ও দলে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর প্রয়াণে পরিবার ও বন্ধুদেরকে আমার সমবেদনা।”





মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অবনীমোহন। তার আগে জ্যোতি বসুর আমলে প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের।