মত্যুর কারণ সামনে আসুক, চাইছে আবেশের বান্ধবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2016 02:25 PM (IST)
কলকাতা: ছিল জন্মদিনের পার্টি। কিন্তু, সেখানেই শেষ হয়ে গেল এক তরতাজা কিশোরের প্রাণ। কেন? কীভাবে? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে এক কিশোর দাবি করেছে, আবেশ দুর্ঘটনাবশত কাচের বোতলের ওপর পড়ে যায়। যদিও, আবেশের পরিবার দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ। পুলিশের প্রাথমিক অনুমান, হাতাহাতির সময় কি আবেশকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার বন্ধু। আবেশের দিদা এখনও পুরোপুরি তা বিশ্বাস করে উঠতে পারছেন না। দুই কিশোরের মধ্যে হঠাৎ কী এমন সমস্যা তৈরি হল, যে পরিস্থিতি এতটা ঘোরাল হয়ে উঠল? আবেশের মায়ের কথায় এই ঘটনায় উঠে এসেছে এক কিশোরীর প্রসঙ্গ। ওই কিশোরী স্বীকার করে নিয়েছে, সে পার্টিতে ছিল। আবেশের সঙ্গে সম্প্রতি তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। কিশোরীর দাবি, সে জানত না আবেশ ওই পার্টিতে যাচ্ছিল। মত্যুর কারণ সামনে আসুক....চাইছে আবেশের বান্ধবীও। এই দাবি-পাল্টা দাবির মধ্যে আপাতত সত্যি একটাই। সতেরো বছরের এক তরতাজা সন্তানকে হারাল তার মা। এবছরই ফেব্রুয়ারিতে আবেশের বাবার মৃত্যু হয়। মায়ের সঙ্গী বলতে ছিল একমাত্র ছেলে। তাকে চিরতরে হারানোর শোকে সেই মা এখন শয্যাশায়ী। আশা একটাই। যার বা যাদের জন্য ছেলের এই মর্মান্তিক পরিণতি হল, তাদের যেন শাস্তি হয়।