কলকাতা: মোমের আলোয় জোরাল হচ্ছে বিচারের দাবি। কিন্তু, কাটছে না রহস্যের অন্ধকার। বালিগঞ্জের বহুতলে আবেশ দাশগুপ্তর মৃত্যুর তিনদিন পরও একটা প্রশ্নের উত্তর মিলল না। আবেশের মৃত্যু কীভাবে? খুন না দুর্ঘটনা?

মঙ্গলবার আবেশের বন্ধু এবং অভিভাবক মিলিয়ে মোট সাতজনকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবারের পার্টিতে আবেশ ছাড়াও ১৬ জন ছিল। এর মধ্যে কয়েকজনের বয়ান আগেও রেকর্ড করা হয়।

পুলিশ সূত্রে দাবি, একাধিকবার বয়ান করে দেখা হচ্ছে কথায় কোনও অসঙ্গতি ধরা পড়ছে কিনা।

শনিবার লেখক অমিত চৌধুরীর বাড়িতে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল আবেশরা। এদিন অমিত চৌধুরী এবং তাঁর মেয়েকেও লালবাজারে ডেকে পাঠানো হয়।

সূত্রের খবর, বয়ান রেকর্ডের পর লালবাজারের সায়েন্টিফিক উইংয়ে তাদের বয়ান ভিডিওগ্রাফি করা হবে। একদিকে লালবাজারে যখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তখন প্রিন্স আনোয়ার শাহ রোডের প্রিন্সটন ক্লাবেও যায় তদন্তকারীদের একটি দল। শনিবার দুপুরে এই ক্লাবের রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারে আবেশরা। সূত্রের খবর, এই ক্লাবের রেস্তোরাঁয় সিসিটিভি ফুটেজ নেই। তাই রেস্তোরাঁর দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, আবেশ ছাড়া আর কারা সেদিন রেস্তোরাঁয় এসেছিল?

তাদের মধ্যে কী কথা হয়েছিল?

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, মূলত যে বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা হল--বেসমেন্টে পিছলে যাওয়ার দাগ আছে কিনা?

সেরকম কোনও দাগ মিললে দুর্ঘটনার তত্ত্ব আরও জোরাল হতে পারে।

ঘটনাস্থলে পায়ের ছাপ খুঁটিয়ে দেখা হচ্ছে। এলোমেলো পায়ের ছাপ থাকলে এটা অনুমান করা যেতে পারে, সেখানে কোনও মারামারি হয়েছিল।

বোতলে আঙুলের ছাপ এবং তাতে লেগে থাকা রক্তের দাগের নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

এসব থেকেই কোনও সূত্র উঠে আসে কিনা, সেটাই এখন দেখার।