কলকাতা: এখনও আবেশ দাশগুপ্তর মৃত্যুরহস্যের জট খুলতে পারেনি লালবাজার। এরইমধ্যে এই  মৃত্যু-তদন্তে প্রথম গ্রেফতার। যে দোকান থেকে আবেশ ও তার বন্ধুরা  মদ কিনেছিল সেই দোকানের মালিক ও একাধিক কর্মীকে গ্রেফতার করল পুলিশ।২১ বছরের কম বয়সী কিশোরদের মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়। আবেশের আত্মীয়রা এতে আদৌ সন্তুষ্ট নন। তাঁরা বলছেন, মদের দোকানের মালিককে গ্রেফতার করে কোনও লাভ হবে না। তদন্ত ইতিবাচক পথে এগোচ্ছে না। তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে তাঁরা অভিযোগ করেছেন। অনেকেই অবশ্য বলছেন, এই গ্রেফতারের সিদ্ধান্ত সঠিক। কারণ, ২১ বছরের কম বয়সীদের মদ বিক্রি করা আইনত অপরাধ। কিন্তু একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, নাবালকরা প্রকাশ্যে আবাসন চত্বরে মদ্যপানের সুযোগ পেল কী করে?সূত্রের খবর, শনিবার জন্মদিনের পার্টি শেষে সার্নি পার্কের একটি বহুতলের নিচে এসেই মদ্যপান করা হয়েছিল। এরপরই রহস্যজনকভাবে মৃত্যু হয় আবেশের। এদিকে, আবেশের মৃত্যুর দিন সেদিন ঘটনায় সময় যে সব বন্ধুরা ছিল না,তাদেরকেও লালবাজারে ডেকে পাঠানো হয়েছে।ডেকে পাঠানো হয়েছে সানি পার্কের নিরাপত্তারক্ষীদেরও। আবেশের বান্ধবীকেও লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।