কলকাতা: সানি পার্কে কিশোর আবেশ দাশগুপ্তর মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে পথে নামবেন তার আত্মীয়-বন্ধু-পরিজন-প্রতিবেশীরা। আজ বিকেল সাড়ে চারটেয় তাঁরা লেক অ্যাভিনিউ থেকে হাজরা মোড় পর্যন্ত মৌন মিছিল করবেন।
আবেশের মৃত্যুর পর থেকেই সুবিচারের দাবিতে সরব হয়েছেন পরিচিতরা। পাশাপাশি, কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশের দাবি নিয়ে অসন্তুষ্ট পরিবার। আবেশ দাশগুপ্তর মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে ‘দুর্ঘটনার তত্ত্ব’ খাড়া করেছে পুলিশ। এই তত্ত্ব মানতে নারাজ আবেশের পরিবার। সুবিচারের আর্জি নিয়ে শুক্রবার তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হন। আবেশের মায়ের দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন তদন্ত কোনওভাবেই প্রভাবিত হবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আবেশ-এর মৃত্যুতে সুবিচার চেয়ে পথে নামবেন কিশোরের আত্মীয়-বন্ধু-পরিজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2016 07:09 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -