কলকাতা: কিশোর আবেশ দাশগুপ্তর মৃত্যুর ঘটনায় উঠে আসছে গাফিলতির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সেদিন ঘটনাস্থলে ছিল ২৬ জন প্রত্যক্ষদর্শী। তবু গুরুতর আহত অবস্থায় প্রায় ২৫ মিনিট পড়েছিল আবেশ।

চিকিত্সকদের দাবি, দুর্ঘটনার পর প্রাথমিক চিকিত্সা কত তাড়াতাড়ি শুরু করা গেল, তার ওপর অনেককিছুই নির্ভর করে। আবেশের ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার জেরেই অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু বলে চিকিত্সকদের দাবি। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় সানি পার্কের বহুতলের কয়েকজন নিরাপত্তারক্ষী, গাড়িচালক ও আবাসিকের গাফিলতি ছিল বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা।