কলকাতা: কিশোর আবেশ দাশগুপ্তর মৃত্যুর ঘটনায় সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান আবেশের মা, মামা, দিদিমা-সহ ৫ জন। গতকাল পুলিশের তরফে আবেশের মৃত্যু দুর্ঘটনা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও তা মানতে অস্বীকার করে আবেশের পরিবার। সঠিক বিচারের দাবিতে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে বৃহস্পতিবারই জানিয়ে দেন।


বৃহস্পতিবার গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানান বালিগঞ্জের সানি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, পার্কিং লটে মদের বোতল নিয়ে বসে ছিল আবেশ দাশগুপ্ত। কিছুক্ষণ পর, সেখান থেকে বগলে বোতল নিয়ে, নেশাগ্রস্ত অবস্থায় ঢালু জায়গা দিয়ে পার্কিং লটের পাশে মাঠের দিকে এগোতে থাকে আবেশ। গোয়েন্দাপ্রধানের দাবি, এরপর ছোট একটি পাঁচিল টপকে মাঠের দিকে যেতে চায় আবেশ। তখনই ভারসাম্য হারিয়ে মাঠের দিকে পড়ে যায়।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর পরের ২০ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ পুলিশ পায়নি। তবে, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে গোয়েন্দাপ্রধানের দাবি, পড়ে গিয়েই ঘটে দুর্ঘটনা। বোতলের কাচ ভেঙে ঢুকে আবেশের অক্সিলারি আর্টারিতে ঢুকে যায়। এরপরও উঠে দাঁড়ায় আবেশ। তবে কিছু দূর গিয়েই মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে।