কলকাতা: এবিপি আনন্দর খবরের জেরে ৩ চিকিৎসকের কাছে জবাব তলব করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো নোটিসে বলা হয়েছে, অভিযুক্ত তিন চিকিৎসক সঞ্জয় কুমার, আর বারাসিয়া এবং এস মল্লিককে ১৫ দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে হবে। জানাতে হবে, বিহারের বাসিন্দা রাজেন শর্মার ঠিক কী চিকিৎসা হয়েছিল? জমা দিতে হবে, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, তিন চিকিৎসকের যোগ্যতার প্রামাণ্য নথি।
গত জানুয়ারিতে হাত ভেঙে যাওয়ায় বিহার থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসেন ২০ বছরের রাজেন শর্মা। অভিযোগ, মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার অস্ত্রোপচারের সময় রাজেনের হাতের নার্ভ কেটে ফেলেন। ৫ মাসে একই জায়গায় ৩ বার অস্ত্রোপচার হয় রাজেনের। কিন্তু হাত আর ঠিক হয়নি।
এবিপি আনন্দে সম্প্রচারিত হয় রাজেনের এই খবর। তারপরই নড়েচড়ে বসে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তলব করা হল অভিযুক্ত তিন চিকিৎসকের জবাবদিহি। ঘটনার পরই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন বিহারের ওই তরুণ। তাঁর অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিল অভিযুক্ত চিকিৎসকদের জবাব তলব করলেও, পুলিশের তরফে তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ করা হয়নি।
ভুল চিকিৎসায় যুবকের হাত অকেজো, জবাব তলব রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2016 07:16 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -