কলকাতা: উপাচার্য হেনস্থার ঘটনায় প্রকাশ্যে তৃণমূল-যোগ!
মঙ্গলবার বিবেকানন্দ কলেজ ফর উইমেন ক্যাম্পাসে উপাচার্য সুগত মারজিতকে ছাত্রীর ধাক্কা মারার ছবি সকলেই দেখেছেন। এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য! তা হল, ধাক্কা মারায় অভিযুক্তের সঙ্গে ওই কলেজের কোনও যোগই নেই! জানা গিয়েছে, অভিযুক্তের নাম টিঙ্কু দাস। তিনি দেশবন্ধু গার্লস কলেজের পড়ুয়া! সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের প্রথম সারির নেত্রী! তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সহকারি সাধারণ সম্পাদক! টিঙ্কু দাসের পাশাপাশি মঙ্গলবারের আন্দোলনে নেতৃত্ব দেন দেশবন্ধু গার্লস কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেত্রী! ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওয়াহিদা খাতুন!
দেশবন্ধু কলেজেরই অন্য পড়ুয়ারা টিঙ্কু ও ওয়াহিদার ছবি দেখে চিনিয়ে দেয়। শুধু তাই নয়, দেশবন্ধু গার্লস কলেজের ওয়েবসাইটেও টিঙ্কু এবং ওয়াহিদার পরিচয় স্পষ্ট করে বলা আছে! ছাত্র সংসদের পদাধিকারীদের তালিকার তিন ও চার নম্বরে জ্বলজ্বল করছে তৃণমূল ছাত্র পরিষদের দুই নেত্রীর নাম! বিবেকানন্দ কলেজ ফর উইমেনের অধ্যক্ষ সোমা ভট্টাচার্যও জানিয়েছেন, আন্দোলনে সামিল হয়েছিলেন দেশবন্ধু গার্লসের ছাত্রীরা। তিনি বলেন, বহিরাগতরা অনেকেই ছিল। দেশবন্ধুর ৩-৪ জন এসেছিল। যখন রোল নম্বর চাইলাম, তখন ঘর ফাঁকা হয়ে গেল। বহিরাগত-যোগের অভিযোগ তুলে, গোটা ঘটনার নেপথ্যে ইন্ধন খুঁজে পাচ্ছেন নিগৃহীত উপাচার্য। সুগতবাবু বলেন, বহিরাগতরা ছিল। পুরো ঘটনা পরিকল্পনাপ্রসূত, ইন্ধনপ্রসূত।
উপাচার্য হেনস্থার ঘটনায় রহস্য দানা বেঁধেছে এক যুবককে ঘিরেও। মঙ্গলবার যাকে দেখা গিয়েছিল উপাচার্যের গাড়ি আটকাতে। এই ছেলেটিকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অধ্যক্ষও! তিনি বলেন, আমরা জিজ্ঞেস করি, তুমি কে ভাই। সোমা ভট্টাচার্যর দাবি, ওই ছেলেটি বলেছিল সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আন্দোলনে যে ছেলেটির যোগ ছিল, তা উপাচার্যের কথা থেকেও স্পষ্ট। তিনি বলেন, ওই ছেলেটি গাড়ি আটকায়। আমি ভাবলাম মেয়েদের কলেজে ছেলে কেন? অন্য মব না আসা পর্যন্ত ছেলেটি গাড়ি আটকে রেখেছিল।
সব মিলিয়ে ভোট পর্ব চলাকালীনই শাসক দলের নয়া অস্বস্তির কারণ হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা!
সুগত মারজিতকে নিগ্রহে জড়িত ২ ছাত্রী অন্য কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2016 01:24 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -