শহরে এজেসি বোস উড়ালপুলে গাড়ি উল্টে আহত ২৯ যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 05:12 PM (IST)
এজেসি বোস উড়ালপুলে দুর্ঘটনা, বেশ কয়েকজন আহত
কলকাতা: এজেসি বোস উড়ালপুলের ওপর গাড়ি উল্টে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি উল্টে আহত হলেন ২৯ জন। দুর্ঘটনার কারণে কেউ ছিটকে পড়েন রক্তাক্ত অবস্থায়। কেউ অচৈতন্য হয়ে যান। চারদিকে ছড়িয়ে পড়ে যাত্রীদের জিনিসপত্র, কাচের টুকরো। কড়েয়া থানা, ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে পাঠান ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে এজেসি বোস উড়ালপুলে পার্ক সার্কাসের দিকে নামার সময়। পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জের বামনপাড়া লেনের বাসিন্দা মাহালি পরিবার, বাবুঘাটে এক আত্মীয়ের ঘাটকাজ করতে গিয়েছিলেন। বিকেলে ফেরার সময় তারা দুর্ঘটনায় পড়েন। পুলিশ সূত্রে খবর, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর প্রচণ্ড গতির কারণে কিছুটা এগিয়ে গিয়ে উল্টে যায়। কড়েয়া থানা, ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ছুটে আসেন। চলে আসে বেনিয়াপুকুর থানা, লালবাজারের পুলিশ কর্মীরা। তাঁরাই আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আহতদের পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও ৫ জনকে রাখা হয়েছে অবজারভেশন ওয়ার্ডে। এক আহত যাত্রী বললেন, জ্ঞান ফিরতে দেখি গাড়ি উল্টে সবাই ছিটকে পড়েছে। দুর্ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারেননি অনেকে। আহতদের কয়েকজনকে এক এক করে চিকিত্সার পর ছাড়া হতে থাকে। পুলিশের গাড়িতে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা। দুর্ঘটনার জেরে উড়ালপুলের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।