পুলিশ সূত্রে খবর, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর প্রচণ্ড গতির কারণে কিছুটা এগিয়ে গিয়ে উল্টে যায়।
কড়েয়া থানা, ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ছুটে আসেন। চলে আসে বেনিয়াপুকুর থানা, লালবাজারের পুলিশ কর্মীরা। তাঁরাই আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে আহতদের পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও ৫ জনকে রাখা হয়েছে অবজারভেশন ওয়ার্ডে।
এক আহত যাত্রী বললেন, জ্ঞান ফিরতে দেখি গাড়ি উল্টে সবাই ছিটকে পড়েছে। দুর্ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারেননি অনেকে।
আহতদের কয়েকজনকে এক এক করে চিকিত্সার পর ছাড়া হতে থাকে। পুলিশের গাড়িতে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা।
দুর্ঘটনার জেরে উড়ালপুলের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।