বেহালা: ফের রাতের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কা। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ঠিকা শ্রমিককে পিষে মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে বেহালা চৌরাস্তার কাছে বীরেন রায় রোড পশ্চিমে।
অভিযোগ, পিডব্লুডির তরফে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। রাত তিনটে নাগাদ একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে পিচ গলানোর গাড়িতে। ২ মহিলা শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে ১ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক গাড়িচালক সহ ৩ আরোহী পলাতক।
রাতের শহরে বেপরোয়া গাড়ি, পিষে মারার অভিযোগ এক ঠিকা শ্রমিককে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2016 04:27 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -