ঝড়ের সময় ইকো পার্কে জাম্পিং বেলুন উল্টে দুর্ঘটনা, জখম ১০ শিশু
ABP Ananda, Web Desk | 02 Apr 2018 10:34 AM (IST)
কলকাতা: প্রবল হাওয়ায় রাজারহাটের ইকো পার্কে জাম্পিং বেলুন উল্টে আহত হল ১০টি শিশু। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। গতকাল ঝড়ের সময় প্রচণ্ড হাওয়ায় জাম্পিং বেলুন উল্টে যাওয়ায় তা থেকে ছিটকে পড়ে ১০টি শিশু। পার্কের ১0 কর্মীও আহত হন। আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। কারও মাথায় লেগেছে, কারও থুতনিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ইকো পার্কের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।