ফের শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, হেস্টিংস মোড়ে বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2016 12:18 PM (IST)
কলকাতা: ফের শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য। হেস্টিংস মোড়ে সরকারি বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বাসচালককে মারধর, বাস ভাঙচুরের পর আগুন লাগানোর চেষ্টা। সকাল সাড়ে ৯টা নাগাদ হেস্টিংস মোড়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেহালা থেকে কাঁকুড়গাছিগামী এস থ্রি বি রুটের সরকারি বাসটি সিগন্যাল ভেঙে এক স্কুটার আরোহীকে ধাক্কা মারে। তারপরেও চালক বাস থামায়নি বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় স্কুটার আরোহী শুভ্রাংশু সরকারকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। লেক গার্ডেন্সের বাসিন্দা বছর ৪৫-এর শুভ্রাংশু বেসরকারি সংস্থার কর্মী। দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর করে। বাসে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ হেস্টিংস মোড়ে যান চলাচল ব্যাহত হয়।