কাঁকুরগাছিতে লরি-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক সহ বেশ কয়েকজন যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jan 2018 07:56 AM (IST)
কলকাতা: রাতের শহরে পাথর বোঝাই লরির সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত দুই গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাত্রী। শনিবার রাতে কাঁকুরগাছি রেল ব্রিজের নিচে একটি বাস মানিকতলা থেকে কাঁকুরগাছি যাবার সময় ব্রেক ফেল করে উল্টো দিক থেকে আসা লরিকে ধাক্কা মারে। আহত হন ২৫-৩০ জন যাত্রী। বাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বাসের কন্ডাক্টর। ঘটনাস্থলে আসে ফুলবাগান থানা ও উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয় মানুষের সাহায্যে উদ্ধার করা হয় আহতদের। এলাকাবাসীর দাবি সন্ধের পর থেকেই ওই রাস্তায় শুরু হয়ে যায় ওভারলোডিং গাড়ির যাতায়াত। তাই মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা মানিকতলা থেকে কাঁকুরগাছিতে যান চলাচল বন্ধ ছিল।