দীপাবলীর সকালে লেক ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত যুবক, গুরুতর আহত মহিলা সঙ্গীটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2016 12:49 PM (IST)
কলকাতা: রবিবার সকালে লেক ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বন্ধু। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, স্কুটি চোড়ে লেক ফ্লাইওভার ধরে আনোয়ার শাহ রোডের দিকে যাচ্ছিলেন বেহালার বাসিন্দা সমীর বিশ্বাস ও তাঁর বন্ধু প্রিয়ঙ্কা জানা। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ফ্লাইওভারের ওপরে থাকা ডিভাইডারে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীরের। গুরুতর আহত অবস্থায় প্রিয়ঙ্কাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না।