কলকাতা: সেতু জুড়ে ছড়িয়ে গুচ্ছ গুচ্ছ কেবল! সেতুর লাইটপোস্ট থেকে নেমে তার চলে এসেছে রাস্তা পর্যন্ত! তাই অঘটনের আশঙ্কা ছিলই! নববর্ষের সকালে সেই আশঙ্কাই সত্যি হল! কেবলের সঙ্গে বাইকের হ্যান্ডেল জড়িয়ে যাওয়ায় প্রাণ গেল এক যুবকের।
ঘড়িতে তখন পৌনে ন’টা। বাইক নিয়ে পার্ক সার্কাস থেকে তিলজলায় বাড়ির দিকে যাচ্ছিলেন মহম্মদ তৌসিফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪ নম্বর ব্রিজে আচমকাই লাইট পোস্ট থেকে ঝুলে থাকা কেবলে জড়িয়ে যায় বাইকের হ্যান্ডেল! এতেই নিয়ন্ত্রণ হারান ২২ বছরের ওই যুবক! ছিটকে পড়েন চলন্ত বাইক থেকে! হাসপাতালে নিয়ে গেলে তৌসিফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়দের দাবি, বারবার বলা হলেও এই সব কেবল সরানো হয়নি। যুবকের মৃত্যুর খবর আসতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কেবল সরানোর দাবিতে ৪ নম্বর ব্রিজে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর আসরে নামে পুলিশ। সেতু থেকে সরিয়ে নেওয়া হয় সমস্ত অতিরিক্ত কেবল।
পুলিশ সূত্রে দাবি, বাইক আরোহী ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। সংলগ্ন এলাকায় যে সব ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো রয়েছে, তার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীর।
পার্ক সার্কাসের সেতুতে ছেঁড়া কেবলে জড়িয়ে গেল বাইকের হাতল, মৃত্যু যুবকের, বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 10:41 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -