কলকাতা: বেপরোয়া বাইক চালানোর সময় দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ মারা গিয়েছেন ২ জন। নিউটাউন থেকে বিমান বন্দরগামী হলদিরাম উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, আজ ভোর রাতে হলদিরাম উড়ালপুলে অন্য একটি বাইকের সঙ্গে বাইক রেস করছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁর বাইকে ছিলেন আরও এক আরোহী। উড়ালপুলে উপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভলান্টিয়ারের বাইক ডিভাইডারে ধাক্কা মারলে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন।

অন্য বাইকের আরোহীরা পলাতক। মৃত সিভিক ভলান্টিয়ার এনএসসিবিআই থানার ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।