সল্টলেকে সেক্টর ফাইভে বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর জখম দুই পথচারী
ABP Ananda, web desk | 24 Dec 2016 01:14 PM (IST)
কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া গাড়ি। দুই পথচারীকে ধাক্কা। দু'জনের অবস্থাই আশঙ্কাজনক। সকাল ৮টা নাগাদ নিউটাউন থেকে সেক্টর ফাইভের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল গাড়িটি। সিআরপিএফ ক্যাম্পের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মারে। পালিয়ে যাওয়ার সময় সিগনালে আটকে পড়ায়, গাড়িচালককে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গাড়িচালককে আটক করে। আহত দুই পথচারীকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও, পরে স্থানান্তরিত করা হয় আরজি কর হাসপাতালে।