আচমকা ওপর থেকে মাথায় ভেঙে পড়ল পাইপ, হাইল্যান্ড পার্কের অভিজাত আবাসনে নিরাপত্তারক্ষীর মৃত্যু
ABP Ananda, Web Desk | 26 Apr 2018 10:50 AM (IST)
কলকাতা: আবাসন চত্বরে পাহারা দেওয়ার সময় মাথায় পাইপ ভেঙে পড়ে বেঘোরে প্রাণ হারালেন জনৈক নিরাপত্তারক্ষী। শহরের অভিজাত হাইল্যান্ড পার্কের একটি আবাসনে এই ঘটনা ঘটেছে। মৃত নিরাপত্তারক্ষীর নাম উমেশ ঠাকুর। দুর্ঘটনার পর তাঁর দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর আত্মীয় ও অন্য নিরাপত্তারক্ষীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। ঘটনাস্থলে গেলে ডিসিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।