কলকাতা: লেদার কমপ্লেক্সে তিন ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা হল। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ধৃত উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীর ছেলে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরে ঘটেছে এই হামলা।

উত্তরপ্রদেশের ব্যবসায়ী হাজি রফিক ও তাঁর ছেলে মহম্মদ নাসিসের কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকার কাঁচামাল কেনেন কলকাতার তিন ব্যবসায়ী। কিন্তু মালের গুণগত মান খারাপ হওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীর প্রাপ্য টাকা মেটাতে অস্বীকার করেন। এর জেরে গতকাল দুপুরে তিন ব্যবসায়ী ভাইয়ের উপর রফিক, তাঁর ছেলে সহ চারজন অ্যাসিড হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই তিন ব্যবসায়ী। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গ্রেফতার করা হয় রফিকের ছেলে নাসিসকে।