কলকাতা: রাতের কলকাতায় অ্যাসিড হামলা। তাও চলন্ত ট্যাক্সি থেকে। ঘটনাটি ঘটেছে পণ্ডিতিয়া রোডে, জখম হয়েছেন ১ শিশুসহ বেশ কয়েকজন পথচারী।

অভিযোগ, রাত ৯টা নাগাদ চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড ছুঁড়তে থাকে কয়েকজন যুবক। তারা অ্যাসিড ছুঁড়তে ছুঁড়তে পণ্ডিতিয়া রোড দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ফের ওই পথে ট্যাক্সি নিয়ে একা ফিরে আসে চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ট্যাক্সিতে চালকসহ ৪ যুবক ছিল।

স্থানীয় বাসিন্দারা চালককে ধরার চেষ্টা করলে হাত কামড়ে দিয়ে, অ্যাসিড ছুঁড়তে ছুঁড়তে চম্পট দেয় সেও।

কালীঘাট থানার পুলিশ পরে ওই এলাকা থেকে ট্যাক্সিটি আটক করেছে। কিন্তু এখনও অধরা দুষ্কৃতীরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ জানান আক্রান্তরা। কী কারণে হামলা তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।