কলকাতা: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে। যোগ দিলেন রশিদ খানের কন্যা শাওনার। শাসক দলে এলেন অভিনেতা ভরত কল-ও।

এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে এই তিনজন শাসক শিবিরে যোগ দেন।

ব্রাত্য বসু বলেন, ‘দুয়ারে কর্মসূচির মতো স্বীকৃত কর্মসূচি নিয়ে আক্রমণ করছে বিজেপি। ২ কোটি ৭০ লক্ষ মানুষ এতে হয়েছেন উপকৃত হয়েছেন। বিজেপি বলছে, এটা যমের দুয়ারে। ‘মানুষকে কি যম বলছে বিজেপি?’

বিস্তারিত একটু পরেই...