রিজেন্ট পার্কে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
ABP Ananda, Web Desk | 10 Mar 2018 11:14 AM (IST)
কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হল ১ উঠতি অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মিলেছে তাঁর সুইসাইড নোট। অভিনয় জগতে সাফল্য না মেলায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। মৃতার নাম মৌমিতা সাহা। বছর ২৩-এর এই অভিনেত্রী আদলে ব্যান্ডেলের মেয়ে। বছরদুয়েক আগে অশোকনগর পার্ক এলাকায় এই ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। ফ্ল্যাটে একাই থাকতেন। গতকাল দুপুর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বাড়িওয়ালাকে জানান মৌমিতার আত্মীয়রা। এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান খরছে পুলিশ। সুইসাইড নোট থেকেও তেমনই ইঙ্গিত মিলেছে। ২০১৭-র ৮ ফেব্রুয়ারি বাইপাস লাগোয়া এক আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী বিতস্তা সাহার ঝুলন্ত দেহ। তাঁর ফেসবুক পোস্ট থেকে মেলে কাজ না পেয়ে মানসিক অবসাদে ভোগার ইঙ্গিত। একইভাবে ২০১৫ সালের ৯ এপ্রিল বেহালার পর্ণশ্রীতে বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের দেহ। দিশার সহকর্মীরা জানিয়েছিলেন, তীব্র অবসাদে ভুগছিলেন দিশা।