সুইৎজারল্যান্ডে হনিমুনে গিয়ে প্রবল তুষারপাতের মুখে ,হেলিপক্টারে এয়ার লিফ্ট পাওলি ও তাঁর স্বামী সহ পর্যটকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jan 2018 12:16 PM (IST)
কলকাতা: বিয়ের পর সুইতজারল্যান্ডে স্বামী অর্জুন দেবের সঙ্গে হনিমুনে গিয়েছেন অভিনেত্রী পাওলি দাম। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে এই মধুচন্দ্রিমা যাপনের ছবি পোস্ট করেছেন তিনি। এরইমধ্যে আল্পস পর্বতের নিকটবর্তী জারম্যাটে অন্যান্য পর্যটকদের সঙ্গে তুষারঝড়ে আটকে পড়েন পাওলি ও তাঁর স্বামী। হেলিকপ্টারে এয়ার লিফট করে তাঁদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। স্যুইতজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনস্থল ম্যাটারহোর্নের একটি রিসর্টে ছিলেন পাওলি ও তাঁর স্বামী। সেখানে প্রচুর তুষারপাত হওয়ায় তুষার ধসের আশঙ্কা দেখা দেওয়ায় গত বুধবার অন্যান্য পর্যটকদের হেলিকপ্টারের সাহায্য নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় অনেক পর্যটকই বিভিন্ন রিসর্টগুলিতে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে।