কলকাতা: নোট বাতিলের পর ব্যাঙ্ক খুলেছে বৃহ্স্পতিবার, শুক্রবার থেকে এটিএম, কিন্তু মানুষের দুর্ভোগ এখনও চরমে। বাজার করার টাকাটুকুও না মেলায় ছুটির দিনেও মুখ ভার আম বাঙালির।

রবিবারের চেনা ছবি উধাও। বাজার ছেড়ে ভিড় বাড়ছে এটিএম আর ব্যাঙ্কের সামনে। কিন্তু তাতে সুরাহা হচ্ছে না। বেশির ভাগ এটিএমএ-তেই টাকা নেই। কোথাও আবার বেরচ্ছে না স্লিপ। ছুটির দিনে ভোগান্তি এড়াতে অনেকে শনিবার রাতেই দাঁড়িয়েছিলেন এটিএমের লাইনে। লাভ হয়নি, লাইনে দাঁড়ানোই সার হয়েছে। গত কয়েকদিনে পরিস্থিতির সেরকম উন্নতি না হওয়ায় কোথাও কোথাও ধৈয্য হারাচ্ছেন গ্রাহকরা।

অন্যদিকে, শনিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই স্বাভাবিক হবে না এটিএম পরিষেবা। সময় লাগবে অন্তত দু থেকে তিন সপ্তাহ।

এদিকে টাকা আছে অ্যাকাউন্টে। কিন্তু হাত খালি। তাই ভরছে না বাজারের ব্যাগ। অন্য যে কোনও রবিবারের সকালে কলকাতার বিভিন্ন বাজারে পা ফেলাই দুষ্কর হয়ে যায়। আজ সেখানে হাতে গোনা কয়েকজন ক্রেতা দেখা গিয়েছে বাজারে। স্বভাবতই চিন্তিত বিক্রেতারা। মাছ থেকে সব্জি বাজার ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেককেই পড়তে হয়েছে মারাত্মক সমস্যায়।