মঙ্গলবার রাতে ভারত-নেপাল সীমান্তে দার্জিলিঙের খড়িবাড়ি এলাকার বাতাসি থেকে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরীকে গ্রেফতার করে সিআইডি। সম্ভবত নেপাল পালানোর ছক ছিল জুহির, দাবি গোয়েন্দাদের। বিজেপির তরফে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলা হলেও, সিআইডি-র দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীকে।
শিশু পাচারচক্র প্রকাশ্যে আসার পর থেকেই আত্মগোপন করেন জুহি। বিজেপি নেত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছিলেন সিআইডি-র গোয়েন্দারা। মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে শেষপর্যন্ত উত্তরবঙ্গে জুহির হদিস মেলে।