কলকাতা:  সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুত্ব পাতিয়ে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সল্টলেকের বাসিন্দার অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে গ্রেফতার ১ যুবক। এই চক্রে আরও কেউ জড়িত কিনা তদন্ত করে দেখছে পুলিশ। ফেসবুকে সল্টলেকের এক মহিলার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জার্মান যুবক, সিভিল ইঞ্জিনিয়ার অ্যাডাম মুলারের। বিশ্বাস করে তাঁর সংস্থায় টাকাও ঢেলেছিলেন ওই মহিলা। কিন্তু যখন জানতে পারলেন, অ্যাডাম মুলার পরিচয়টি ভুয়ো, ততক্ষণে সল্টলেকের সেক্টর ওয়ানের বাসিন্দা ওই মহিলার থেকে ৯ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে ওই যুবক। ফেসবুকে অ্যাডাম মুলার সেজে থাকা ওই যুবক আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা শরিফ শাহ। শনিবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ভোটার কার্ড ও প্যান কার্ড। সল্টলেকের বাসিন্দা বছর ৪৫-এর মহিলার দাবি, মাসছয়েক আগে, ফেসবুকে অভিযুক্তের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিযোগ, জার্মান সেজে শরিফ বলেন তিনি নেপালে একটি রাস্তা নির্মাণের বরাত পেয়েছেন। তাঁর সংস্থার জন্য কিছু বিনিয়োগ করতে মহিলাকে অনুরোধও করে এই শরিফ। ৯ লক্ষ টাকার বদলে, কাজ শেষে মহিলাকে ২কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শরিফ। মহিলার দাবি, শরিফের কথামতো সানি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অ্যাকাউন্টে ৯ লক্ষ ১০ হাজার টাকা জমা দেন তিনি। কিন্তু অভিযোগ, তারপর থেকেই বেপাত্তা শরিফ। ৪ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন মহিলা। অবশেষে, শনিবার দিল্লি থেকে অভিযুক্ত শরিফ শাহকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়।তাঁকে জিজ্ঞাসাবাদ করে, সোমপাল পটেল বলে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে বলে খবর। এই প্রতারণাচক্রে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইমের গোয়েন্দারা।