কলকাতা:  রোজভ্যালির পর সারদা নিয়েও ফের তত্পর সিবিআই। গতকালই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষকে ডেকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই সূত্রে দাবি, সারদাকাণ্ডে জড়িত একাধিক প্রভাবশালীর নাম জেলে থাকার সময় চিঠি দিয়ে জানিয়েছিলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া এই সাংসদ। সেই চিঠির ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর সিবিআই সূত্রে। গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কুণাল ঘোষ জানান, কয়েকটি বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।