বাঁশদ্রোণীতে দোকানে ঢুকে মহিলার সঙ্গে অশালীন আচরণ যুবকের, গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছেন মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2018 09:03 AM (IST)
কলকাতা: কয়েকদিন আগে চলন্ত বাসে ঘটেছিল একই ঘটনা। এবার বাঁশদ্রোণী থানা এলাকায় উপহার সামগ্রীর দোকানে ঢুকে মহিলা বিক্রেতাকে একা পেয়ে অশালীন আচরণ যুবকের।মোবাইলের ক্যামেরা বন্দি গোটা ঘটনা। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগকারিণীর দাবি, বৃষ্টির জন্য রাস্তা ছিল শুনসান। সেসময় দোকানে ঢুকে এক যুবক অশালীন অঙ্গভঙ্গি করে। গোটা ঘটনার ছবি মোবাইলে তুলে রাখেন ওই মহিলা। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়। ছবির সূত্র ধরে গতকাল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রেনিয়ার উদয়ন পল্লি থেকে অভিযুক্ত প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করে পুলিশ।