শনিবারের পর ফের সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, পারদ ছুঁল ১৩.৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2018 08:04 AM (IST)
কলকাতা: শনিবারের পর ফের সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ শহরের পারদ নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল পারদ নেমেছিল ১২ ডিগ্রিতে। গতকাল থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও সরস্বতী পুজোর দিন শীতের আমেজ থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।