কলকাতা:  অস্ত্রোপচারের পর রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর নাকের হাড় বেড়ে যাওয়ায় সাইনাসের সমস্যা দেখা দেয়। এর ফলে ধমনী থেকে শুরু হয় রক্তক্ষরণ। রবিবার অস্ত্রোপচার করা হয়। রাতেই জ্ঞান ফিরেছে রাজ্যপালের।


চার সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার উন্নতি হলে, কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে রাজ্যপালকে। রবিবার সন্ধেয় তাঁকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

রাজ্যপালকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও।