কলকাতা:  সব্জির পর এবার অগ্নিমূল্য পেঁয়াজ। গত সপ্তাহে কেজিপ্রতি ১৪-১৫ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। এই সপ্তাহে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। সব ধরনের সব্জির দাম ইতিমধ্যেই বেড়ে প্রায় ৫০ টাকা হয়েছে। টমেটোর দাম ১০০ টাকা ছুঁয়েছে। এরই মাঝে পেঁয়াজের দামবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত ক্রেতারা।