কলকাতা:  কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দিনভর ধুন্ধুমারের পর রাতে নিরাপত্তার দাবিতে কাজে যোগ দিতে রাজি হয় না হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অবশেষে পুলিশ আধিকারিকদের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে কেটেছে অচলাবস্থা।

আজ সকাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি স্বাভাবিকের পথে। ইতিমধ্যেই হাসপাতালের জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। চলছে রোগী দেখা। বর্হিবিভাগেও পরিষেবা স্বাভাবিক হবে বলে দাবি কর্তৃপক্ষের। জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।