শহরে ফের ডেঙ্গির বলি, বেহালার বাসিন্দা ৩৫-এর রিপনের মৃত্যু আলিপুরের হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 10:50 AM (IST)
কলকাতা: শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। আলিপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৩৫-এর যুবকের। মৃতের নাম রিপন ঢালি। পরিবার সূত্রে খবর, গত ৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।