শহরে ফের যৌন নির্যাতনের শিকার তিন বছরের শিশুকন্যা, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2017 11:34 AM (IST)
কলকাতা: বেলেঘাটার বরফ কল এলাকায় ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম রাজু রায়। পুলিশ সূত্রে খবর, গতকাল বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে তুলে নিয়ে যায় ওই যুবক। পরে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই সময় শিশুটির কান্না শুনে আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ব্যক্তির বাড়িতে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।