কলকাতা:  পাঁচ দিনের মধ্য দ্বিতীয় বার। ফের খিদিরপুরে বাসকিউল সেতুতে বিপত্তি। জাহাজ যাওয়ার জন্য খোলার পর বন্ধ না হওয়ায় সমস্যা। গতকাল রাত আড়াইটে নাগাদ জাহাজ চলাচলের জন্য খিদিরপুর ও মেটিয়াবরুজের মধ্যে প্রধান সংযোগকারী এই সেতুর দুই প্রান্ত খুলে দেওয়া হয়। কিন্তু তার পর থেকে আর সেতু বন্ধ হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ররা। বৈদ্যুতিন গোলযোগের জেরে বারবার বাসকিউল সেতু বন্ধ করার সময় সমস্যা হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গত সোমবার একই ভাবে জাহাজ যাওয়ার জন্য খোলার পর বন্ধ হয়নি সেতুর দুই প্রান্ত। প্রায় ৭ ঘণ্টা পর সমস্যার সমাধান করা হয়।