কলকাতা:  শহরে ফের ডেঙ্গির থাবা। ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের ছাত্রীর মৃত্যু। স্কুলের সামনে উদ্বিগ্ন অভিভাবকদের বিক্ষোভ। প্রাথমিক বিভাগে এক সপ্তাহের ছুটি।
গতকাল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের ছাত্রী পূর্বিতা হাজরার। দমদম গোরাবাজারের বাসিন্দা ওই ছাত্রীর ডেঙ্গির কারণেই মৃত্যু বলে মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, রবিবারই ভারতীয় বিদ্যাভবনের আর এক পড়ুয়া সল্টলেকের বাসিন্দা বিবস্বান গুহঠাকুরতার মৃত্যু হয়েছে। বিবস্বানের মৃত্যুর কারণ হেমারেজিক ফিভার। একই স্কুলের দুই পড়ুয়ার মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিভাবকরা আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান। স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ।