বেপরোয়া গতির জেরে রাতের কলকাতায় ফের পথ দুর্ঘটনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2018 08:33 AM (IST)
কলকাতা: ফের বেপরোয়া গতির জের। রাতের কলকাতায় ফের পথ দুর্ঘটনা। রাত ২টো নাগাদ ই এম বাইপাসে দুর্ঘটনয়া পড়ে চিংড়িঘাটাগামী একটি বাইক। বালিতে পিছলে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন বাইকে সওয়ার তিন আরোহী। আশঙ্কাজনক ১। আহতরা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ওই ৩ বাইক আরোহীর মধ্যে কারও মাথাতেই হেলমেট ছিল না বলে দাবি পুলিশের।