কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফের নতুন করে ফলপ্রকাশ হল। বিএ, বিএসসি পার্ট ওয়ান অনার্স ও জেনারেলের নতুন ফল প্রকাশিত হওয়ার পর কমল অকৃতকার্যের হার। পুরনো নিয়ম ফেরায় বাড়ল পাশের হার। সূত্রের খবর, নয়া ফলে পাশের হার গত বছরের মতোই। ওয়েবসাইট ও এসএমএস মারফত জানা যাচ্ছে ফল। শনিবার কলেজভিত্তিক গেজেট বিতরণ করা হবে।


কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার বিএ পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে ৫৭ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন। বিএসসি-তে ফেলের হার ২৯ শতাংশ। এই ফল প্রকাশিত হওয়ার পর ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করেন। ক’দিন আগেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় বলেন, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ে এত ফেলের ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। যে কায়দায় পুরনো বিধি পাল্টে নতুন বিধি লাগু করা হয়েছে, তা আমার মতে, বিধিসম্মত নয়। ৬ তারিখ সিন্ডিকেট বৈঠক। উপাচার্যকে অনুরোধ করেছি, বিষয়টি ভেবে দেখার জন্য। ফেল করা ছাত্ররা যে ভাবে আন্দোলন করছে তাকে সরকার মান্যতা দেয় না। কিন্তু তারা যাতে অসুবিধায় না পড়ে তা দেখতে হবে।’ এরপরেই বৃহস্পতিবার নতুন করে ফল প্রকাশিত হল।