কলকাতা:  ফের শহরে স্কুলবাস দুর্ঘটনা। নিউটাউনে আজ সকালে স্কুলের একটি বাসে ধাক্কা মারে বালি বোঝাই লরি। বাসে ছিল ১৮ জন পড়ুয়া। প্রত্যেকেই গুরুতর জখম। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল রাজারহাটের আজ সকালের এই ঘটনা!

স্থানীয় সূত্রে খবর, ১৮ জন পড়ুয়াকে নিয়ে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি নিউটাউনের ওই বেসরকারি স্কুলে যাচ্ছিল। আচমকাই রাজারহাট বারো মাথার মোড়ে ডান দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক এসে বাসটিকে আড়াআড়ি ভাবে ধাক্কা মারে!

সজোরে ধাক্কা খেয়ে বাঁ দিকে উল্টে যায় স্কুলবাসটি! ফলে বন্ধ হয়ে যায় বেরোনোর গেট! ভিতরেই আটকে পড়ে ১৮ পড়ুয়া।
কিছুক্ষণ পর স্থানীয়রা এসে বাসের কাচ ভেঙে পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ৭-৮ জন পড়ুয়ার আঘাত গুরুতর। জখম হন স্কুল বাসের চালকও।

দুর্ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর লরির চালক পালালেও, স্কুল বাসের চালককে আটক করেছে পুলিশ।

স্কুলবাসে আহত এক পড়ুয়ার মুখ থেকেই শুনুন ঘটনার বিবরণ