বেহাল ইএম বাইপাসে ফের দুর্ঘটনায় স্কুলবাস, অল্পের জন্যে বাঁচল স্কুলপড়ুয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Aug 2016 06:23 AM (IST)
কলকাতা: বেহাল ইএম বাইপাসে স্কুলবাস দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল স্কুলপড়ুয়ারা। আজ সকালে রুবি মোড়ের কাছে ইএম বাইপাসের ওপর বাঁক নেওয়ার সময় স্কুলবাসটির একাংশ বসে যায় গর্তে। সেসময় বাসে ছিল ১২ জন স্কুলপড়ুয়া। তাদের উদ্ধার করে পুলিশ। রুবি কানেক্টর থেকে সায়েন্স সিটি, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক যেন খন্দপথ। রাস্তার বিভিন্ন অংশে পিচের প্রলেপ উঠে গিয়েছে। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। যদিও স্কুল বাসের চালক ট্র্যাফিক আইন ভেঙে বেপরোয়াভাবে বাঁক নিতে যাওয়াতেই দুর্ঘটনা বলে দাবি পুলিশের।