কলকাতা: ফের যাদবপুরে সিরিয়ালের অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ। মঙ্গলবার স্বামীর সঙ্গে গাড়িতে করে ফিরছিলেন অভিনেত্রী। ফেরার পথে, চিত্তরঞ্জন কলোনিতে অপরিসর রাস্তায় গাড়ি ঢোকানো নিয়ে আরেক গাড়িচালকের সঙ্গে তাঁদের বচসা বাধে। অভিযোগ, এর জেরে অভিনেত্রী ও তাঁর স্বামীকে অশ্রাব্য গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে অভিনেত্রীকে ধাক্কা মারেন ওই গাড়িরচালক। এমনকি দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
১০০ ডায়ালে ফোন করার পর যাদবপুর থানার পুলিশ এসে অভিনেত্রী ও তাঁর স্বামীকে উদ্ধার করে। পরে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত গাড়িরচালক এখনও অধরা। গাড়িটিরও হদিশ মেলেনি।
ফের যাদবপুরে সিরিয়ালের অভিনেত্রীকে হেনস্থা, অভিযুক্ত গাড়ির চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2017 01:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -