কলকাতা: ছাত্র আন্দোলনে ফের উত্তপ্ত যাদবপুর। রাতভর কার্যত ঘেরাও উপাচার্য সহ কর্মসমিতির সদস্যরা। অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরি নিয়ে সরকারি নির্দেশিকার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনে ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র প্রতিনিধিদের অবস্থান বিক্ষোভ।
চলতি শিক্ষাবর্ষ থেকে রাজনৈতিক ছাত্র সংসদ বদলে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরির কথা ঘোষণা করেছে সরকার। এই নিয়ে প্রকাশিত হয়েছে সরকারি নির্দেশিকা। এই নির্দেশের প্রতিবাদেই গতকাল কর্মসমিতির বৈঠক চলাকালীন অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। দাবি না মেটা পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ছাত্র ভোট স্থগিত রাখায় উপাচার্যকে টানা ৫২ ঘণ্টা ঘেরাও রাখা হয়েছিল।
ছাত্র আন্দোলনে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাতভর ঘেরাও উপাচার্য সহ কর্মসমিতির সদস্যরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Aug 2017 09:05 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -