কলকাতা: কারমেল কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কমলা গার্লস স্কুল। নবম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অশিক্ষক কর্মচারী গ্রেফতার। ক্ষুব্ধ অভিভাবকরা।


ছাত্রীদের যৌন নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগে, স্কুলেই গণপিটুনির শিকার হয়েছিলেন দুই শিক্ষক!এর রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে এল লেক রোডের কমলা গার্লস স্কুল!

নবম শ্রেণির এক ছাত্রীর দাবি,  বৃহস্পতিবার সেকেন্ড পিরিয়ড শেষের পর, ক্লাসে তারা ৪ জন বসে ছিল। সেই সময় ক্লাসে ঢোকেন অশিক্ষক কর্মী মলয় বড়ুয়া। তারপরই চলে নির্যাতন।

ছাত্রী ও তার এক সহপাঠীর দাবি, সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে তারা। কিন্তু দু’জনকেই মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়!

সঙ্গে সঙ্গে স্কুলকে বিষয়টি জানানো হয়। শুক্রবার সন্ধেয় রবীন্দ্র সরোবর থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। যার ভিত্তিতে রানিকুঠির বাসিন্দা স্কুলের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর শাস্তির দাবির পাশাপাশি স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার।

কমলা গার্লস স্কুল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছে। কমলা গার্লস স্কুলের টিচার ইন চার্জের দাবি, তাঁরা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করবে। এই ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অন্য অভিভাবকরাও। গোটা ঘটনার প্রতিবাদে আজ কমলা গার্লস স্কুলের সামনে পথনাটিকা করে একটি সংগঠন।