দমদম:  হুগলির পর এবার দমদম। ফের স্কুলে শাসনের নামে নির্যাতনের অভিযোগ! অভিযুক্ত শিক্ষিকার নামে স্কুলে অভিযোগ পরিবারের।


তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর দাবি, সোমবার তার সায়েন্সের ক্লাস চলছিল। সেই সময়ই ঘটনার সূত্রপাত। অভিযোগকারী ছাত্রীর দাবি, বললাম টয়লেটে যাব। দিদিমণি বলে না। বন্ধুকে বললাম, দেখ কতক্ষণ টয়লেট পেয়েছে যেতে দিচ্ছে না। জোর করে বই রাখি। হাত ধরে টানাটানি করতে গিয়ে মারে। টিচারই টানতে টানতে নিয়ে যায় টয়লেটে।

ছুটির সময় মা গিয়ে দেখতে পান, বাচ্চা কাঁদছে, ঠকঠক করে কাঁপছে! শিশুটির মায়ের দাবি, রাস্তা পার হওয়ার সময়, কিছু একটা পায়ে ঠেকল, ও চিতকার করে উঠল। দেখলাম কালশিটে।

এরপরই স্কুলে ফিরে গিয়ে অভিযোগ জানান শিশুর মা। অভিযুক্ত শিক্ষিকা ইন্দ্রাণী রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছ স্কুল কর্তৃপক্ষ।

পায়ে কালশিটে। নড়লে-চড়লে অসহ্য যন্ত্রণা হচ্ছে বাচ্চাটির। চোখে-মুখে একরাশ আতঙ্ক। স্কুল মানেই এখন এই শিশুর কাছে শুধুই আতঙ্ক!